ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাংনীতে চোরাই ৯টি বাবলা গাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, ডিসেম্বর ২০, ২০১৭
গাংনীতে চোরাই ৯টি বাবলা গাছ জব্দ

মেহেরপুর: গাংনীর শানঘাট গ্রামে সরকারি রাস্তার চুরি করে কেটে নেওয়া নয়টি বাবলা গাছ জব্দ করেছে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন পুলিশের সহযোগিতায় গাছের লগগুলো জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত (ইউএনও) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, জব্দকৃত গাছগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামানের জিম্মায় দেওয়া হয়েছে।

এছাড়া কাঠ বিক্রির ২৫ হাজার টাকা মেহেরপুর জেলা পরিষদের সদস্য শওকত আলীর জিম্মায় জমা দিতে নির্দেশ দিয়েছেন।  

এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।