ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পিস্তল, গুলি ও মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
মেহেরপুরে পিস্তল, গুলি ও মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেন

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য মিলন হোসেনকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, পাঁচ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

মিলন ওই ইউনিয়নের চরগোয়াল গ্রামের ফুলচাঁদ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মিলন অস্ত্র ও মাদক বিক্রি করেন। পুলিশ বেশ কিছুদিন ধরেই তার ওপর নজরে রাখছিল। রাতে তার বাড়িতে মাদক ও অস্ত্রের চালান আসে। খবর পেয়ে ভোরে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তার বাড়ির ঘরগুলোতে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়।  

তিনি আরো জানান, এ ঘটনায় মিলনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।