ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

মহেশপুরে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২০, ডিসেম্বর ২১, ২০১৭
মহেশপুরে পানিতে ডুবে জমজ বোনের মৃত্যু

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার উজ্জ্বলপুর গ্রামে পানিতে ডুবে হাসি ও খুশি নামে জমজ বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে তাদের মৃত্যু হয়।  

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু মিয়া জানান, ওই গ্রামের জহুরুল ইসলামের সাড়ে তিন বছরের জমজ মেয়ে হাসি ও খুশি সকালে বাড়ির পাশে খেলছিল।

একপর্যায়ে তারা পাশের ডোবায় শাপলা তুলতে গিয়ে ডুবে যায়। স্বজনরা টের পেয়ে শিশু দু’টিকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আবাসিক মেডিকেল অফিসার মাহবুবুল আলম তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।