ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নার্সের আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০৫, ডিসেম্বর ২১, ২০১৭
রাজধানীতে নার্সের আত্মহত্যা

ঢাকা: রাজধানীতে গলায় ফাঁস দিয়ে নিপা মৃধা (২৭) নামে এক নার্স আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কলাবাগান উত্তর ধানমন্ডির এলাকায় ঘটনাটি ঘটে। নিপা পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘড়ঘাটা গ্রামের বিনয় মল্লিকের মেয়ে।

বর্তমানে নিপা কলাবাগান উত্তর ধানমন্ডির বাড়ি নং ৩০/৫ তলা বাড়ির দ্বিতীয় তলা স্বামী অনিমেষ মৃধাকে নিয়ে ভাড়া থাকতেন।

নিপার স্বামী অমিনেষ বাংলানিউজকে জানান, তেজগাঁও এলাকায় একটি ক্লিনিকি নার্স হিসেবে চাকরি করতেন তার স্ত্রী।

স্বামী-স্ত্রীর সাংসারিক কলহের জের ধরে নিপা বাসার বাথরুমে কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে মুমূর্ষু অবস্থায় নিপাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া  বাংলানিউজকে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এজেডএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।