ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাহুবলে দুই ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১৪, ডিসেম্বর ২১, ২০১৭
বাহুবলে দুই ডাকাত গ্রেফতার দুই ডাকাত গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে জেলার বানিয়াচং উপজেলার খাগাউড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- নবীগঞ্জ উপজেলার টুনাকান্দি কামিরাই গ্রামের মৃত মোজাফফর আলীর ছেলে আরশ আলী ওরফে রিপন (৩১) ও বানিয়াচং উপজেলার কুর্শি খাগাউড়া গ্রামের বাহার উল্লার ছেলে দুলন মিয়া (২৫)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ বাংলানিউজকে জানান, খাগাউড়া এলাকায় ডাকাতির চেষ্টাকালে গোপন সংবাদের ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের অন্য সহযোগীরা পালিয়ে যান।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা একাধিক ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।