ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফুলপুরে ৫০৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ফুলপুরে ৫০৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে ৫০৩ কেন্দ্রে ৫ বছরের নিচের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিশুদের এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অবহিতকরণ ও পরিকল্পনা সভায় এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা পরিমল কুমার পাল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

সভায় জানানো হয়, এবার ১১ হাজার ৫৭০ জন শিশুকে নীল রঙের ও ১ লাখ ৩৫ হাজার ৩২৫ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নেওয়া হয়েছে। ভিটামিন ‘এ’ ক্যাপসুল সম্পূর্ণ নিরাপদ। তবে এটি খালি পেটে খাওয়ানো যাবে না।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭ 
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।