ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
সিরাজগঞ্জে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ১ থেকে ৫ বছর বয়সী ৪ লাখ ৩১ হাজার ৪৫৫ জন শিশুকে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ও ৬ থেকে ১১ মাস বয়সী ৫১ হাজার ৯৮৫ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. শামীম হোসেন।

তিনি আরও জানান, শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২০৩টি কেন্দ্রে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৯৩৩ জন মাঠকর্মী, ৬ হাজার ৬২১ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মেডিকেল কর্মকর্তা ডা. সৌমিত্র বসাক, সিনিয়র স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা ঈমান আলী ও প্রেসক্লাবের সভাপতির হেলাল উদ্দিন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজল-এ খোদা লিটন, সহ সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, জাকিরুল ইসলাম, আমিনুল ইসলাম খান রানা, গাজী ফিরোজী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।