ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ  বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১০২তম ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

শেখ হাসিনা বলেন, মাদকের বিরুদ্ধে আরো ব্যাপক অভিযান আমাদের চালানো প্রয়োজন।

এর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে।

পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর মাদকের ভয়াবহ কুফলের কথা তুলে ধরে তিনি বলেন, মাদকের কারণে বহু পরিবার আজ শেষ হয়ে যাচ্ছে। সেদিকে (মাদক নির্মূলে) আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের এই মাটিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে চাই। কোনো মতেই যেন আমাদের দেশে কোনো রকম জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক স্থান না পায়।

বঙ্গবন্ধু কন্যা বলেন, এই দেশে মানুষ শান্তিতে বসবাস করবে, উন্নত জীবন পাবে, সুন্দরভাবে বাঁচবে- এটাই আমাদের লক্ষ্য।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম শিকদার।

***বাঙালি যা অর্জন করেছে তা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় 
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।