ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেফতার  গ্রেফতার হওয়া দুই গাড়ি চোর চক্রের সদস্য

নারায়ণগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার দ্বীগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে দুপুরে জেলা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জ মাদমপুর থানার পাটুলী এলাকার মিল্লাত হোসেনের ছেলে ইমন (২৬) ও একই জেলার শায়েস্তাগঞ্জ থানার কদমতলী এলাকার আজিজ মিয়া ওরফে লুহাতের ছেলে জিল্লুর রহমান ওরফে দীলু।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো.আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকা থেকে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সদ্যস্য ইমন ও জিল্লুর রহমান ওরফে দীলু নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া (ঢাকা মেট্রো গ-১৪-৪৭৫৫) একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

গত ১৯ নভেম্বর সকাল ১১ টার দিকে রূপগঞ্জ ৩শ’ ফিট রাস্তার পাশে নীলা মাকের্টের সামনে থেকে ডা. খন্দকার তানভীর হোসেনের ব্যবহৃত (ঢাকা মেট্রো গ -১৪-৪৭৫৫) একটি প্রাইভেটকার চুরি হয়। পরে তিনি নিজে বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।