ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৬০০ গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৬০০ গাড়ি শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ৬০০ গাড়ি

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে সাড়ে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ৬০০ গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুর থেকেই ঘাট এলাকায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. নেওয়াজ বাংলানিউজকে জানান, এ নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে।

ঘন কুয়াশার কারণে বুধবার (২০ ডিসেম্বর) রাত ১টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয় ও চারটি ফেরি মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয়। পরে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল সচল হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।