ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিসি ক্যামেরার ফুটেজ দেখে ল্যাপটপ চোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৪, ডিসেম্বর ২১, ২০১৭
সিসি ক্যামেরার ফুটেজ দেখে ল্যাপটপ চোর গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় ল্যাপটপ চুরির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ভুলু মুন্সি (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুলু ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জঙ্গলকান্দা এলাকার মৃত সুজেল মুন্সির ছেলে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকার গ্রিন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শামীম আহমেদ বাংলানিউকে জানান, নারায়ণগঞ্জ চাষাঢ়ায় পুপলার ডায়গনস্টিক সেন্টারের সামনে থেকে ল্যাপটপ চুরির ঘটনায় ভিডিও ফুটেজ দেখে ভুলু মুন্সি নামে এক ব্যক্তিকে শনাক্ত করা হয়। সকালে রাজধানীর গ্রিন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পাঁচ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসআই শামীম আহমেদ।

গত ৫ নভেম্বর এসিআই লিমিটেড কোম্পানির কর্মকতা নাছির উদ্দিন চাষাঢ়ায় অবস্থিত পুপলার ডায়গনস্টিক সেন্টারের সামনে গাড়ি রেখে ভেতরে যান। এসময় তার গাড়িতে থাকা ল্যাপটপটি চুরি হয়ে যায়। পরে বাদি হয়ে নাছির উদ্দিন সদর মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।