ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

উন্নত দেশ গড়তে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৫, ডিসেম্বর ২১, ২০১৭
উন্নত দেশ গড়তে সব ধর্মের মানুষকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানানো হচ্ছে

ঢাকা: উন্নত দেশ গড়তে অসাম্প্রদায়িক চেতনায় সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) গণভবনে বড়দিন উপলক্ষে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদল ও ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ।

সবাই মিলে দেশ গড়ে তুলবো। সবার রক্তেই দেশ যেহেতু স্বাধীন হয়েছে, তাই সবাই মিলেই দেশটাকে গড়তে চাই।

তিনি বলেন, দেশটাকে উন্নত করতে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে আসুন।

আওয়ামী লীগের অসাম্প্রদায়িক নীতির কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বলেই সব ধর্মের মানুষের জন্য কাজ করে। অামরা সব ধর্মের মানুষকে নিয়েই সরকার চালাই।

বিভিন্ন ধর্মের মানুষের কল্যাণে সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, আমরা চাই, সব ধর্মের সমস্যাগুলো সমাধান হোক।  

সম্প্রতি পোপ ফ্রান্সিসের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পোপ ফ্রান্সিসের সফর সফল করার সব চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয়েছিল।  

তিনি বলেন, যেহেতু পোপ বাংলাদেশ সফর করে গেছেন। এবারের বড়দিন আরও উৎসবমুখর হবে।

খ্রিস্ট সম্প্রদায়ের সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।