ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক ইউপি সদস্য ও তার সহযোগী ইয়াবাসহ আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, ডিসেম্বর ২১, ২০১৭
সাবেক ইউপি সদস্য ও তার সহযোগী ইয়াবাসহ আটক আটক দুই ব্যক্তি ও পুলিশ

বরিশাল: বরিশালের বাকরেগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, বাউফল উপজেলার ধূলিয়া এলাকার সাবেক ইউপি সদস্য মনির হোসেন (৪০) ও বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের মকবুল হোসেন (৩৫)।

উপজেলার জিড়াইল বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে ২৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। আটক উভয় ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।