ঢাকা, শনিবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪১, ডিসেম্বর ২২, ২০১৭
নেছারাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার বলদিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।  

মৃত ব্যক্তিরা হলেন- বলদিয়া গ্রামের ইয়াকুর মিয়ার ছেলে মো. রেজাউল (৩৫) ও একই গ্রামের নান্না মিয়ার ছেলে ফরিদ মিয়া (১২)।

 

পুলিশ জানায়, বলদিয়া গ্রামে ইঁদুরের হাত থেকে রক্ষা পেতে ধান ক্ষেত বৈদ্যুতিক তার দিয়ে ঘিরে রেখেছেন কৃষকেরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রেজাউল ও প্রতিবেশী ফরিদ ধান ক্ষেতের পাশ দিয়ে মাছ ধরার জন্য যাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয় লোকজন দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকালে মৃতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।