ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিবচরে ঘন কুয়াশায় অ্যাম্বুলেন্স খাদে, রোগী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
শিবচরে ঘন কুয়াশায় অ্যাম্বুলেন্স খাদে, রোগী নিহত

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মাদারীপুরের শিবচর উপজেলায় অ্যাম্বুলেন্স খাদে পড়ে সাহেরা খাতুন (৭০) নামের এক রোগী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো আটজন।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে শিবচরের বন্দরখোলা চৌরাস্তা নামক এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেরা খাতুন উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোকশেদ আলী মোল্লার স্ত্রী।

 

আহতরা হলেন- মিনু বেগম (৩০), আয়শা বেগম (৬০), নুরুজ্জামান (৪৫), লিপি বেগম (৫০), নুর আলম (২৭), জামিল হোসেন (২৮), শাহীন (২৫) ও আকিতুন নেছা (৬০)। তারা সবাই নিহত সাহেরার স্বজন।  

আহতদের মধ্যে দু’জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাঁচ্চর রয়েল ক্লিনিকে ভর্তি করা হয়েছে।


শিবচর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকায় চিকিৎসা শেষে শুক্রবার ভোরে সাহেরাকে নিয়ে স্বজনরা বাড়ি ফিরছিলেন। ভোরে বন্দরখোলা চৌরাস্তায় ঘন কুয়াশার মধ্যে দিক হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু হয় অসুস্থ সাহেরার। এতে আহত হন আরো আটজন।  

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, অ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে আগেই চালক পালিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।