ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আজহার উদ্দিনের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আজহার উদ্দিনের জন্মবার্ষিকীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বরিশাল:  ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক শিশু সংগঠক এ কে এম আজহার উদ্দিনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ভাষা সৈনিক এ কে এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্ট ও বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আবিষ্কার-এর আয়োজনে শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে বরিশাল বিভাগীয় জাদুঘর প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এ কে এম আজহার উদ্দিন শিক্ষা ট্রাস্টের সভাপতি এস এম ওমর ফারুকের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ভাষা সৈনিক আজহার উদ্দিনের সহধর্মিনী সালেহা আজহার, বরিশাল মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেচুর রহমান, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, বেসরকারি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আবিষ্কারের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে পথ শিশু সংগঠন অপরাজেয় বাংলাদেশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রতিযোগী অংশ নেয়।

পরে জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
  
বাংলাদশে সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বের ২২, ২০১৭
এমএস/আরআর
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।