ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
টাঙ্গাইলে ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু টাঙ্গাইলে জেলা ইজতেমা

টাঙ্গাইল: টাঙ্গাইলে ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-জেলার সখীপুর উপজেলার ঘেচুয়া গ্রামের জুলহাস (৫৫) ও ভুঞাপুর উপজেলার বীরহাটী গ্রামের শাহজাহান চকদার (৬০)। শুক্রবার বাদ-জুমা নিহতদের নামাজে জানাজা সম্পন্ন করা হয়।

ইজতেমার মুরুব্বি এবং উভয়েরই পরিবারের লোকজন জানিয়েছেন স্বাভাবিকভাবে তাদের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল জেলা তাবলীগী আমির মাওলানা আব্দুল হাই বাংলানিউজকে জানান, উভয়ের মৃত্যুই স্বাভাবিকভাবে হয়েছে। জুমা’র নামাজের পর জানাজা শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত শাহজাহানের ছেলে খসরু চকদার ও জুলাহাসের ছেলে আলহাজ মিয়া মরদেহ গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ২২ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।