ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কদমতলীতে ইস্পাত স্টিল মিলসে আগুনে সাতজন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
কদমতলীতে ইস্পাত স্টিল মিলসে আগুনে সাতজন দগ্ধ

ঢাকা: রাজধানীর কদমতলীতে অগ্নিকাণ্ডে সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে কদমতলী ম্যাচ ফ্যাক্টরি এলাকায় ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’ এ আগুন লাগার ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (২৮), মো. গাফফার (২৪), মো. আহমেদ আলীর (৩০), জামাল (৩৩), সোহেল (৪০), রমজান (২৯) ও শামীম (৪৮)।

আগুনে দগ্ধ নজরুল বাংলানিউজকে জানান, তারা সবাই ‘রহিমা ইস্পাত স্টিল মিলসে’র শ্রমিক।

রাতে কাজ করার সময় অতিরিক্ত তাপের কারণে গলানো লোহার টুকরা তাদের গায়ে ছিটে পড়ে। এসময় নজরুলসহ সাতজন দগ্ধ হন।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, রাত দেড়টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এক ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটায় আগুন নেভাতে সক্ষম হয় তারা।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ‘দগ্ধের মধ্যে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিতসাধীন আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চলে গেছেন।  

বাংলাদেশ সময়: ০৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এজেডএস/এমএসএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।