ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লালপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
লালপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

নাটোর: পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নাটোরের লালপুর উপজেলায় আরজ আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার মোহরকয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আরজ আলী ওই গ্রামের মৃত সোবহান হোসেনের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ওবায়েদ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে মোহরকয়া বাজারে আরজ আলীর সঙ্গে আশরাফুলের বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।

আরজ আলী সকালে খেজুরের রস সংগ্রহ করে প্রতিবেশী আশরাফুল ইসলামের বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন দিক থেকে পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন আশরাফুল। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ডটি ঘটেছে।

এসময় স্থানীয় লোকজন টের পেয়ে রক্তাক্ত অবস্থায় আরজ আলীকে  উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।