ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্বৃত্তের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
দুর্বৃত্তের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই পুড়ে যাওয়া বসতবাড়ি

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় উপজেলার সদর ইউনিয়নে রাতের অন্ধকারে বসতবাড়িতে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই ঘর সম্পূর্ণ পুড়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

শুত্রুবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার পর শনিবার সকালে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেছে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির।


 
ক্ষতিগ্রস্ত পাখি বেগম জানায়, গভীর রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা ধান, চাল, টাকাসহ প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের ধারণা শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আঁধারে এ ঘটনা ঘটিয়েছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনের আশ্রয় নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।