ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
কালীগঞ্জে বাস-লরি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জের বটতলা এলাকায় বাস ও তেল ভর্তি লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামসুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে যশোর থেকে শাপলা পরিবহনের একটি বাস কালীগঞ্জে আসছিল। পথে বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেল ভর্তি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন।

খবর পেয়ে কালীগঞ্জ ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।