ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
পাঁচবিবিতে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার হাটখোলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৮১/৪০-এস এর কাছে এ সাক্ষৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিএসএফ’র পক্ষে উপস্থিত ছিলেন- ১৮৩ বিএসএফ কমান্ড্যান্ট এসএইচ পিএনএস রেড্ডি এবং একজন স্টাফ অফিসার, ছয়জন কোম্পানি কমান্ডার ও অন্যান্য পদের তিন কর্মকর্তা।

 

অপরদিকে, বিজিবি’র পক্ষে উপস্থিত ছিলেন- অধিনায়ক ২০ বিজিবি লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক ও মেজর মাসরুর এসএ রুমী (উপ-অধিনায়ক)।  

সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ সীমান্ত অতিক্রম, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সীমান্ত এলাকায় অমিমাংসিত বিষয়াদি সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।