ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬ যাত্রীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬ যাত্রীর জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৫৬ যাত্রীর জরিমানা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় জেলার বিভিন্ন স্থানে দু’টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট (এটিএস) সাজ্জাত হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় জেলার বিভিন্ন স্টেশনে লালমনি এক্সপ্রেস ও করতোয়া এক্সপ্রেস নামে দু’টি আন্তঃনগর ট্রেনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫৬ জন যাত্রীর কাছ ১৬ হাজার ৮০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।