ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৩, ডিসেম্বর ২৪, ২০১৭
মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত গ্রেফতার পুলিশে হাতে গ্রেফতার ডাকাত রাইহান। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত রাইহান ওরফে রহমান ওরফে রেহানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত রাইহান মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর তিনটার দিকে জেলার শ্যামপুর মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি রবিউল ইসলাম জানান, শ্যামপুর ও শালিকার মাঠের মধ্যে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, চারটি হাতবোমা ও তিনটি রামদাসহ ডাকাত রাইহানকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকী ডাকাতরা পালিয়ে যায়।

ওসি রবিউল ইসলাম আরো জানান, রাইহানের বিরুদ্ধে সদর ও গাংনী থানায় চুরি, ডাকাতিসহ অর্ধ ডজন মামলা রয়েছে। রাইহানকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে মেহেরপুরে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রবিউল ইসলাম।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।