ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ছিনতাইকালে শিশুর মৃত্যু: আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
ছিনতাইকালে শিশুর মৃত্যু: আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর দয়াগঞ্জে ছিনতাইকারীয়ের সময় রিকশায় থাকা মায়ের কোল থেকে ছিটকে পড়ে ৫ মাসের শিশু আরাফাত নিহত হওয়ার ঘটনায় মূল আসামি রাজীবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাতে দয়াগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে রাজীবের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার রাজীব একজন পেশাদার ছিনতাইকারী। সে আরাফাত হত্যা মামলার প্রধান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজীব ওই ঘটনার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন তিনি।  

ওসি জানান, গ্রেফতার রাজীবকে আদালতে হাজির করা হবে।  

গত ১৮ ডিসেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার সময় রিকশা থেকে পড়ে ছিনতাইয়ের কবলে পড়া শরীয়তপুর সদরের শাহ আলম-আকলিমা দম্পতির শিশু ছেলে আরাফাতের মৃত্যু হয়।  

শরীয়তপুর থেকে আসা এই দম্পতি সদরঘাটে লঞ্চ থেকে নেমে রিকশায় করে ঢামেক হাসপাতালে যাচ্ছিলেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন নিহত শিশুর বাবা শাহ আলম।  

** ছিনতাইকারীর কবলে পড়ে শিশু নিহতের ঘটনায় মামলা

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।