ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তথ্য অফিস উদ্বোধন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তথ্য অফিস উদ্বোধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের তথ্য অফিস উদ্বোধন

ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট অফিস সংলগ্ন এলাকায় পাবলিক তথ্য অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে তথ্য অফিস উদ্বোধন করেন রোসাটম প্রকৌশল বিভাগের বাংলাদেশের প্রধান প্রকৌশলী ইউরি কোসেলভ।

এসময় বক্তব্য রাখেন রোসাটমের দক্ষিণ এশীয় প্রেস সেক্রেটারি আলেকজান্ডার এন্টিপিন, হেড অব কমিউনিকেশন লিনা ডেমেনসোভা, রূপপুর প্রকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ, মাহাবুবুল হক দুদু, সেলিম সরদার, আব্দুল বাতেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোসাটম বাংলাদেশের পি.আর. কনসালট্যান্ট ফরহাদ কামাল।

এর আগে তথ্য অফিস উদ্বোধন উপলক্ষে ‘অনুর অপ্রত্যাশিত অভিযান’ নামে বাংলায় প্রকাশিত একটি শিশুতোষ কার্টুন পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। এছাড়া ঈশ্বরদী উপজেলা শাখা খেলাঘরের শিশু শিল্পীরা নাচ পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।