ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শ্রমিক জোটের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, ডিসেম্বর ২৪, ২০১৭
বগুড়ায় শ্রমিক জোটের মানববন্ধন

বগুড়া: সাবেক ছাত্রনেতা প্রয়াত শাহজাহান সিরাজ স্মরণে ছাত্র-শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জাতীয় শ্রমিক জোট বগুড়া জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের জেলা কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জাসদের সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জুয়েল, শহর জাসদের সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান তুহিন, আব্দুল মোমিন মন্ডল, শাহ আলম খোকন প্রমুখ।

বক্তারা শাহজাহান সিরাজের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।