ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ফোরামের পিঠা উৎসব পিঠা উৎসবে বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম/ছবি: বাংলানিউজ

ঢাকা: রোদমাখা হালকা শীতের সকালে পরিবার-পরিজন নিয়ে পিঠা উৎসবে মাতলেন সাংবাদিকরা। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী সব পিঠাপুলিতে ভিন্ন আবহ তৈরি হয় প্রেসক্লাব প্রাঙ্গণে।

সাত সকালের এ অনুষ্ঠানে যোগ দেন প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সাংবাদিকদের এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাসের অতিথিদের নিয়ে পিঠা উৎসবের আহ্বান জানান।



তিনি বলেন, এর মাধ্যমে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাসহ সংস্কৃতি তুলে ধরা যাবে। ব্যাপকভাবে পরিচয় ঘটবে বাঙালির অতিথিপরায়ণতার।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ঢাকার ঐতিহ্য অনেক পুরনো। ঢাকাবাসী অতিথিপরায়ণ। দেশের নানা জায়গার মানুষ কর্মসূত্রে দীর্ঘদিন ধরে ঢাকায় আছেন। তারাও এখন ঢাকাবাসী। এজন্য ঢাকাবাসী গর্বিত।

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরাম সোমবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের হলরুম ও টেনিস কোর্টে ঢাকা উৎসব-২০১৭ ব্যানারে এ পিঠা উৎসবের আয়োজন করে।

দিনভর এ উৎসবে শামিল হয়েছেন সাংবাদিকরা। বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় উৎসবে উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি কার্তিক চট্টোপাধ্যায়। সার্বিক দায়িত্ব পালন করেন ফোরামের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী।

আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস মিনিস্টার স্বপন কুমার সাহা, সাংবাদিক নেতা আবদুল জলিল ভূঁইয়া, কবি হালিম আজাদ, মাহবুব আলম, মবিনুল ইসলাম, দুলাল মিত্র প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।