ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া দহপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে লাবু (৩৫), রোকন (২০), নাটক (৩২), হাসেম (৪৫), নিজাম উদ্দিন (৬৫) ও মমিনুলকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মথুরাপুর ক্যাম্পের পুলিশ নুরুল ইসলাম জানান, বিদ্যুতের লাইন পরিষ্কার রাখার জন্য মাঝে মধ্যে গাছের ডাল ও বাঁশ কাটা হয়। সোমবার দুপুরে পাকুড়িয়া দহপাড়া গ্রামে বিদ্যুতের লাইনের ওপর হেলে পড়া বাঁশ কেটে পরিষ্কার করা হয়। কেটে ফেলা বাঁশ নিয়ে বিকেলে স্থানীয় নাটক ও বিল্লালের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দু’জনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।