ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঈশ্বরদী (পাবনা): দীর্ঘদিন আত্মগোপনে থাকা পুলিশের খাতায় চিহ্নিত মাদক বিক্রেতা মঞ্জু খানকে  (৩৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার  (২৫ ডিসেম্বর) দিনগত  রাত সাড়ে ৮ টায় উপজেলার সাড়া ইউনিয়নের চানমাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জু ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের মাঝদিয়া খা পাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সমির উদ্দিন খানের ছেলে।

পাবনার ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার জহুরুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী ও লালপুর থানার বিভিন্ন স্থানে মঞ্জু ফেনসিডিল ও ইয়াবা বিক্রি করে আসছিলেন। সোমবার রাতে অভিযান চালিয়ে চানমাড়ি মোড়ে ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।  
এ সময় তার কাছ থেকে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানান তিনি।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার মঞ্জুকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।