ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিললো আখ ক্ষেতে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, ডিসেম্বর ২৬, ২০১৭
গোদাগাড়ীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ মিললো আখ ক্ষেতে 

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আখ ক্ষেত থেকে মালেকা বিবি (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার মাটিকাটা বাইপাস গ্রামের মৃত দেলোয়ার হোসেনের স্ত্রী।

ময়নাতদন্তের জন্য ওই বৃদ্ধার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, সকালে আখ ক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি বলেন, নিহত বৃদ্ধা ভিক্ষাবৃত্তি করতেন। তিনি গত ১৮ ডিসেম্বর থেকে নিখোঁজ। মঙ্গলবার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে কদমহাজির মোড় এলাকার একটি আখ ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। মরদেহ দেখে অন্তত এক সপ্তাহ আগে মালেকা বিবির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মরদেহে পচন ধরায় সুরতহাল রিপোর্টে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ বোঝা যায়নি। তবে মরদেহের ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে। পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছে। এছাড়া এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।