ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা কর্মশালায় অতিথিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নগরের গড়িয়ারপাড় এলাকায় ব্র্যাক লানিং সেন্টার কার্যলয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সেক্টর স্পেশালিস্ট গালর্স নট ব্রাইড সূবর্ণা খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম, জেলা ব্র্যাক ম্যানেজার কালা চাঁদ দাস অসিত ও শুভ'র নির্বাহী পরিচালক হাসিনা বেগম নিলা।

অনুষ্ঠানে বরিশাল জেলার আগৈলঝাড়া, হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জসহ পাঁচ উপজেলা থেকে পুরোহিত, মসজিদের ইমাম, হাফেজ ও মওলানারা উপস্থিত ছিলেন।

কর্মাশালায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ব্যক্তিরা ও জন প্রতিনিধিরা একটু সচেতন হয়ে দায়িত্ব পালন করলে গ্রাম-গঞ্জে বাল্য বিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। কাজীরা বাল্যবিয়ের বিষয়ে দ্বিমত পোষণ করলেও অনেক সময় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের চাপে পরে তা পড়াতে হয়।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।