ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘সর্ব ধর্মই শান্তির কথা বলে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
‘সর্ব ধর্মই শান্তির কথা বলে’ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। ছবি: বাংলানিউজ

ফরিদপুর: কোনো ধর্মেই হানাহানির স্থান নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সর্ব ধর্মই মানবতার কথা বলে, শান্তির কথা বলে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আর বর্তমান সরকারের কারণে দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারছে।

খ্রিস্টধর্মের উৎসব ‘বড়দিন’ উপলক্ষে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফরিদপুর ব্যাপটিস্ট চার্চে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

এই দেশে সব শ্রেণী-পেশার মানুষের সমান অধিকার রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বিধায় সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজেদের উৎসব উদযাপন করতে পারছে।

কোনো ধর্মই মারামারি বা হানাহানিকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে মন্ত্রী বলেন, সব ধর্মেই বলা আছে মানবতার কথা, শান্তির কথা, সৌহার্দ্যের কথা। কোনো ধর্মে হানাহানির স্থান নেই। তাই বর্তমান সরকার সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে চায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনম আব্দুছ সবুর, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামাল পাশা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভি, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, মন্ত্রীর ছেলে খন্দকার মাশরুর হোসেন মিতু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।