ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফেনীতে পরিবার পরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ফেনীতে পরিবার পরিকল্পনা বিষয়ক অ্যাডভোকেসি সভা অ্যাডভোকেসি সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’ এ শীর্ষক স্লোগানকে সামনে রেখে ফেনীতে শনিবার (৩০ ডিসেম্বর) থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর‌্যন্ত পালিত হতে যাচ্ছে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ।

এ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মপরিকল্পনা অবহিত করতে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সভাকক্ষে এ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কুমার রায়।

ফেনী পরিবার পরিকল্পনার উপ পরিচালক আবুল কালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন, জেলা পরিবার পরিল্পনার সহকারী পরিচালক (সিসি) ডা. এস এম আবদুল্লা আল মামুন, সদর হাসপাতালের সহকারী পরিচালক মাহবুবুল করিম, সদর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহম্মেদ চৌধুরী।

জেলা প্রশাসক মনোজ কমার তার বক্তব্যে জনসংখ্যার ভয়াবহতা উপলব্ধি করে বিদ্যমান জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে সব সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।