ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, ডিসেম্বর ২৬, ২০১৭
দ্রব্যমূল্য কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর দাবিতে বিক্ষোভ-মিছিল

বরিশাল: নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম কমানোর দাবিতে বরিশালে বিক্ষোভ-সমাবেশ ও মিছিল করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ‍ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ যুব ইউনিয়ন বরিশাল জেলা কমিটির উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হলে সামনে এ বিক্ষোভ-সমাবেশ করা হয়।  

যুব ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম খোকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, অধ্যাপক দুলাল মজুমদার, দিপংকর কুন্ড, জোৎসা বেগম প্রমুখ।

 

সমাবেশ শেসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। যা নগরের গীর্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি হয়ে সদর রোডে এসে শেষ হয়।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।