ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
কুষ্টিয়ায় মাদক সেবনের দায়ে দু’জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে মাদক সেবনের দায়ে দু’জনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পোড়াদহ ইউনিয়নের সুগন্ধি বালিয়াশিশা গ্রামের মকবুল ফকিরের ছেলে জিয়ার ফকির (৪০) ও তেঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে সাহেদ মণ্ডল (৩৫)।

ইউএনও এসএম জামাল আহমেদ বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া মোড়ে অভিযান চাল‍ানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

এসময় আহাম্মদপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।