ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৫, ডিসেম্বর ২৭, ২০১৭
গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় যুবক নিহত

ঢাকা: গুলিস্তান ট্রেড সেন্টার ও হলমার্কেট মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুলিস্তানের ফুলবাড়িয়ায় অবস্থিত সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন বাংলানিউজকে জানান, রাতে আনুমানিক ২৫ বছরের ওই যুবক অজ্ঞাত কোনো গাড়ির চাপায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়েছিলেন।

খবর পেয়ে পুলিশ ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এজেডএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।