ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যা মামলায় গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
খুলনায় এসএসসি পরীক্ষার্থী সিয়াম হত্যা মামলায় গ্রেফতার ৪

খুলনা: খুলনায় খলিলুর রহমান সিয়াম (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- রায়হান, রাব্বি, আবু সাঈদ ওরফে ছোট ও আলামিন হোসেন ওরফে ছোট রনি।

বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, সিয়াম হত্যাকাণ্ডের এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটকদের মধ্যে হরিণটানা থানার কৈয়েবাজার এলাকা থেকে দুই জনকে ও দারোগা পাড়া থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার পর মহানগরীর চানমারি এলাকায় সিয়ামকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২০ মিনিটে মারা যায়। নিহত সিয়াম মহানগরীর চানমারি চতুর্থ গলি এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। সে রূপসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। হত্যাকাণ্ডের ঘটনায় রাতে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এমআর/ওএইচ/

** খুলনায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।