ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রাজধানীতে ৫৬ ছিনতাইকারী আটক অাটক ছিনতাইকারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৫৬ জন ছিনতাইকারীকে আটক করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, ছুরি, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের আটক করা হয়।

 অাটককৃত ছিনতাইকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া ধারালো অস্ত্র।  ছবি: বাংলানিউজডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।