ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
রায়গঞ্জে বাস খাদে পড়ে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, সকালে চান্দাইকোনা এলাকায় চট্টগ্রাম থেকে গাইবান্ধাগামী বিএম ক্লাসিক নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে আহত হন কমপক্ষে ১০ যাত্রী। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।