ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

তাড়াশে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৯, ডিসেম্বর ২৭, ২০১৭
তাড়াশে ইয়াবাসহ নারী মাদক বিক্রেতা আটক আটক নারী মাদক বিক্রেতা সাবিত্রী রাই

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ সাবিত্রী রাই (৩৪) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে র‌্যাব-১২ স্পেশাল কোম্পানী, সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে উপজেলার বড়মাঝ দক্ষিণা গ্রামে এ অভিযান চালানো হয়। আটক সাবিত্রী রাই ওই গ্রামের স্বপন কুমার রাইয়ের স্ত্রী।

বুধবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১২ এর অফিস সহকারী আনোয়ার হোসেন।

এতে বলা হয়, সাবিত্রী রাই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা, মাদক বিকরির ১৯ হাজার ৬শ টাকা ও দু’টি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।  

এ ঘটনায় তাড়াশ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।