ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাস উল্টে ১০ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৩, ডিসেম্বর ২৭, ২০১৭
রাজশাহীতে বাস উল্টে ১০ শ্রমিক আহত

রাজশাহী: রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকায় আমান জুটমিলের বাস উল্টে ১০ জন শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, রাজশাহী মহানগরীর অদূরে মতিহারের খড়খড়ি এলাকায় অবস্থিত আমান জুটমিলের শ্রমিকদের নিয়ে একটি বাস কাশিয়াডাঙার দিকে যাচ্ছিলো। পথে কুয়াশার মধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ শ্রমিক আহত হন।  

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।  

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।