ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫০, ডিসেম্বর ২৭, ২০১৭
মানিকগঞ্জে পুলিশি অভিযানে গ্রেফতার ৭৭

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিসহ ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ২৩৫ গ্রাম গাঁজা, ১২২পিস ইয়াবা এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মাদক মামলায় ১৪ জন, জিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩৩ জন, সিআর মামলায় ২৭ জন ও সাজাপ্রাপ্ত তিন আসামি রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।