ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

নান্দাইলে মেয়েকে খুনের ঘটনায় বাবা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, ডিসেম্বর ২৭, ২০১৭
নান্দাইলে মেয়েকে খুনের ঘটনায় বাবা গ্রেফতার

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে শান্তাকে (৩) হত্যার ঘটনায় বাবা নাজিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের দক্ষিণ কয়রাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বাংলানিউজকে জানান, দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের সঙ্গে পারিবারিক কলহ চলে আসছিল বাবা নাজিম উদ্দিনের।

এরই জের ধরে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নিজের মেয়ে শান্তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বাবা নাজিম উদ্দিন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের নানা তাহের উদ্দিন বাদী হয়ে নাজিম উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ওসি জানান, ধারণা করা হচ্ছে দ্বিতীয় স্ত্রীকে নাজেহাল করতেই নাজিম উদ্দিন হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।