ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

চুয়াডাঙ্গা: শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। বুধবার (২৭ ডিসেম্বর) চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা (১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস) রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

সামাদুল হক জানান, বুধবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এরআগেও চুয়াডাঙ্গায় বেশ কয়কেদিন সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করেছিলো।

এদিকে, হঠাৎ শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শীতজনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এছাড়া বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।