ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

বনশ্রীর মূল সড়ক-ড্রেনের উন্নয়ন কাজের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
বনশ্রীর মূল সড়ক-ড্রেনের উন্নয়ন কাজের উদ্বোধন ডিএনসিসি প্যানেল মেয়র মো. ওসমান গণি বনশ্রীর উন্নয়ন কাজের উদ্বোধন করছেন

ঢাকা: বনশ্রীর মূল সড়ক, ফুটপাত, ড্রেনের উন্নয়ন ও সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি কাজের উদ্বোধন করেন।

এসময় প্যানেল মেয়র বলেন, আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে, উন্নয়নের স্বার্থে কাজ করে।

এই অনুষ্ঠান সেই ধারাবাহিকতার অংশ। আমরা ক্ষমতার অপব্যবহার করি না।  

উন্নয়ন ও সংস্কার কাজ চলার সময় তিনি সবার সহযোগিতা কামনা করেন।

কোনো প্রকার জটিলতা না থাকলে বনশ্রী মূল সড়ক ও রামপুরা ডিআইটি সড়কের প্রবেশ মুখের সড়ক দ্বীপে একটি মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে বলে জানান ওসমান গণি।

অনুষ্ঠানে ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, যদিও চুক্তি অনুযায়ী কাজটি ২০১৮ সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা, তবে তা মার্চের মধ্যেই শেষ করার চেষ্টা করা হবে।

২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকতা মো. মেজবাউল ইসলাম, সচিব দুলাল কৃষ্ণ সাহা, কাউন্সিলর মোসতাক আহমেদ, মো. জাকির হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।