ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
গাজীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ 

গাজীপুর: গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে ৫০ জন অসহায়, পঙ্গু ও প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদ প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারউজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
 
এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তী , সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স, জেলা পরিষদের সদস্য এসএম মোকসেদ আলম, দিলরুবা ফাইজিয়া, রাশিদা খন্দকার প্রমুখ।

 

অনুষ্ঠানের গাজীপুরের বিভিন্ন এলাকার ৫০ জনের মধ্যে ৫০টি হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭    
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।