ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নাটোরে মাদক বিক্রির অপরাধে চারজনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
নাটোরে মাদক বিক্রির অপরাধে চারজনের কারাদণ্ড

নাটোর: নাটোরে মাদক বিক্রির অভিযোগে চার জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নাটোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামিম ভুঁইয়া এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন- শহরের মল্লিকহাটি এলাকার সাইফুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩০), কান্দিভিটা এলাকার ইউসুফ আলীর ছেলে মানিক (৩৫), সদর উপজেলার তেবাড়িয়া পালপাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে সেলিম হোসেন (২৭) ও একডালা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে ফারুক হোসেন (৩০)।

এছাড়া শহরের মল্লিকহাটি এলাকার মাসুমের স্ত্রী মালা বেগমকে (৩৪) আটক করা হয়েছে।

এরআগে, সকাল থেকে বিকেলে পর্যন্ত শহরসহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রির টাকাসহ চার মাদক বিক্রেতাকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর ইন্সপেক্টর (পরিদর্শক) মো. আলমঙ্গীর পাশা বাংলানিউজকে জানান, আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এবং আটক একজন ও পলাতক একজনসহ দুইজনের বিরুদ্ধে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।