ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

ধামরাই, ঢাকা: ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নে মুমিন নামে এক মাছ ব্যবসায়ীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে আসলাম ও মহরের বিরুদ্ধে।

বুধবার (২৭ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
 
পুকুরে মালিক মুমিন বাংলানিউজকে বলেন, আমি ঋণ নিয়ে দুইটি পুকুরের মাছ চাষ করতাম।

মঙ্গলবার সকালে পুকুরের পাশে মাছ মারতে নিষেধ করায় আসলাম ও মহরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওইদিন রাতে পুকুরে বিষ প্রয়োগ করে আসলাম ও মহর। এতে পুকুরের রুই, কাতলা, তেলাপিয়া, সিলবার কাপ, গ্লাসকাপ, কৈই, শৈল, টাকি মরে পানিতে ভেসে ওঠে।
 
এ ব্যাপারে অভিযুক্ত আসলাম ও মহরের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।
 
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ বাংলানিউজকে জানান, আসলাম ও মহরের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।