ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ৪ খাবার হোটেলকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
সৈয়দপুরে ৪ খাবার হোটেলকে জরিমানা

নীলফামারী: পচা-বাসি খাবার বিক্রির দায়ে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চার খাবার হোটেলের মালিককে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, বিকেলে শহরের সড়কে অবস্থিত খাবার হোটেলগুলোতে অভিযান চালানো হয়।

এসময় পচা-বাসি খাবার বিক্রির দায়ে বিজলী হোটেলের মালিককে সাড়ে চার হাজার টাকা, আসলাম হোটেলের মালিককে পাঁচ হাজার, শহরের বাইরে বোতলাগাড়ির পোড়ারহাটে আপন হোটেলের মালিককে দুই হাজার ও তৃপ্তি মিষ্টি ভাণ্ডারের মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তৃপ্তি মিষ্টি ভাণ্ডারের পচা-বাসি মিষ্টি ড্রেনে ফেলে দেওয়া হয়।

অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল ইসলাম, আলতাফ হোসেন ও সৈয়দপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।